আসন্ন সোনাগাজী পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীরের মনোনয়ন নিয়ে হাতপাখা প্রতিক নিয়ে মেয়র পদে লড়বেন হাফেজ মাওলানা মুহাম্মদ হিজবুল্লাহ। ইত্যমধ্যে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফেজ হিজবুল্লাহ সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ড চরগণেশ গ্রামের ইসমাঈল ক্বারী সাহেবের বাড়ীর মরহুম আলহাজ্ব হাফেজ মাওলানা ওয়াজী উল্যাহ (মাদানী হুজুর) এর বড় ছেলে। তার নানা মরহুম নুরু মিয়াও একজন সাবেক মেম্বার ছিলেন।
শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যান্ত মেধাবী ও ইসলামী শিক্ষায় শিক্ষিত। তিনি কদমতলা নূরানী মাদ্রাসা থেকে নূরানী বিভাগ ও কোরআন শরীফ হিফ্জ সম্পন্ন করে ভাদাদিয়া মাদ্রাসায় জামাতে ছুয়াম, সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ২০০১সালে দাখিল, ২০০৪সালে আলিম, ২০০৬সালে ফাজিল, ২০০৭ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধিনে ফেনী আলিয়া মাদ্রাসা থেকে (কামিল) এম.এ উত্তীর্ণের মধ্য দিয়ে পড়শোনার ইতি টানেন।
ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন পরোপকারী। সবসময়ই বিপদেআপদে নিঃস্বার্থে মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি মুখিয়ে থাকতেন। তারই প্রেক্ষিতে সমাজের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ছিলেন সদাতৎপর। দায়িত্বে ছিলেন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি, বক্স আলী ভূইয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, ইসলামী নব জাগরণ সংঘের সাধারণ সম্পাদক,আল করীম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তালিমুল কুরআন ইসলামী ইনস্টিটিউটের সহ সেক্রেটারি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য আল ইহসান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, মেসার্স হাফেজ পোলট্রি এন্ড ফিস ফিড় কমপ্লেক্স ও হাফেজ ওয়াজী উল্লাহ এগ্রো ফিসারীজের (হিজবুল্যাহ প্রকল্প) সত্ত্বাধিকারী সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।
বর্তমানে সোনাগাজী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সুপরিমিয়। তার আচরণে কখনো প্রতিপক্ষ কষ্ট পাইনি। তাই তিনি সকলের নিকট প্রিয় একজন ব্যক্তি। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ফেনী জেলার অর্থ সম্পাদক, সোনাগাজী উপজেলার সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলার সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, সোনাগাজী উপজেলা সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘ সময় আসীন ছিলেন।
হাফেজ হিজবুল্যাহ বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিকে নির্বাচন করে সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পেলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির জেলা আহবায়ক প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম বলেন, সোনাগাজী পৌর শহরের সকলের ঐক্যের ভিত্তিতে সকল মানুষের ধর্ম-বর্ণ, মত-পথ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা সমুন্নত রেখে একটি আদর্শ পৌরসভা বাস্তবায়ন সম্ভব। এজন্য প্রয়োজন প্রতিশ্রুতিশীল, শিক্ষিত আদর্শবান জনসেবার মনোভাব সম্পন্ন আত্মত্যাগী ও সাহসী নেতৃত্ব। সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাংবাদিক হাফেজ মাওলানা মুহাম্মদ হিজবুল্যাহ উপরোক্ত গুণসম্পন্ন বিধায় আমরা তাকে হাতপাখা প্রতিকে নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে কেন্দ্রের নিকট নাম প্রস্তাবনা করেছি। এবং তা নিশ্চিত হয়েছি। তাই সকলের প্রতি আহবান শোষন নির্যাতনের বিরুদ্ধে অবস্থান জানান দেয়ার জন্য সবাই মাওলানা হিজবুল্লাহকে হাতপাখা প্রতিকে সমর্থন জানাবেন।
হাফেজ মাওলানা হিজবুল্যাহ বলেন, জনপ্রতিনিধিদের প্রতি মানুষের নেগেটিভ ধারণাকে পাল্টে দিতেই আমরা নির্বাচন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে আমি সহ আমার বিকল্প একাধিক প্রার্থীকে মনোনয়নের বিষয়ে নিশ্চিত করেছেন। এটা আমার জন্য বিশাল দায়িত্ব। কেননা আমরা বিজয় হওয়া মানে পৌর শহরের সকল নাগরিকদের সুখ দুঃখে পাশে থাকা। আমাদের হাতপাখা প্রতিকে দেশের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেভাবে কর্মদক্ষতার পরিচয় দিয়েছে তা অনন্য। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন হলে পৌরবাসীর সমর্থনে আমি মেয়র নির্বাচিত হয়ে সকলের পাশে থাকতে চাই। এবং এটাকে আমি ঈমানী দায়িত্ব হিসেবে নেবো।
সম্পাদনা:আরএইচ/এএইচআর







