আসন্ন সোনাগাজী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নের দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিগত দুইবারের নির্বাচনের একটি নির্বাচনে স্বল্প ব্যবধানে হারলেও তৃতীয় নির্বাচনে জয়ের মুখ দেখলেন। দেখালেন পৌরবাসীকে সক্রিয় অবস্থান। পৌর শহরের ৯টি ওয়ার্ডেই কাজ করেছেন সমানতালে। বাড়িয়ে দিয়েছেন দলীয় কর্মকান্ডে সহযোগিতার হাত।
করোনাকালীন সময়ে নিজেকে বিলিয়েছেন সর্বাগ্রে। প্রায় প্রতিটি শ্রেনী পেশার মানুষে পাশে দাড়িয়েছেন অনায়াসে। সম্প্রতিকালে নিজস্ব তদবিরের মাধ্যমে পৌর শহরের জন্য প্রায় ২কোটি টাকার সড়কবাতির ব্যবস্থা করে কিছু অংশ উদ্বোধনের মাধ্যমে স্থাপন করেছেন। পৌর শহরকে সিসি ক্যামরার আওতায় এনেছেন।
মুক্তিযোদ্ধা ও ৩শতকের কম ভূমির মালিকদের পৌর কর মওকুফ করেছেন। পৌর কর প্রদানে উৎসাহের জন্য বিনামূল্যেে সনদ দেয়ার কার্যক্রম বাস্তবায়ন করেছেন।দলীকর্মকান্ডকে আরো গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষনা করে থাকেন।
সোনাগাজী পৌর শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা জন্য পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা প্রশস্থ্য করণ, মেরামত ও পূণ নির্মান করেছেন। পৌরসভার অধিকাংশ কার্যক্রমকে ডিজিটালাইজেশন করেছেন। শতভাগ বিধবা, বয়স্ক, মাতৃকালীন সহ উপকারভোগীদের মাঝে ভাতা প্রদানে সর্বাত্মক সফলতা অর্জন করেছেন।
সম্প্রতি জেলা আওয়ামিলীগের নির্দেশনাক্রমে পৌর মেয়র পদে একাধিক প্রার্থী মনোনয়ন ক্রয় জমা দেন। পৌর শহরের সাংগঠনিক হিসেবে ভোটার ছিলেন ২০জন তার মধ্যে ১৬টি ভোট পেয়ে তিনি জেলা আওয়ামিলীগের সিন্ধান্ত মতে নৌকার মাঝি হতে অনেকটা এগিয়ে। জেলা আওয়ামিলীগের ৩ প্রার্থীর অন্যরা হলেন যথাক্রমে সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর নুরনবী লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি সেলিম পাটোয়ারী।
সোনাগাজী পৌর শহরের অধিকাংশ বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা পৌর মেয়রের সক্রিয় অবস্থান ও ধারাহিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পূণরায় এডভোকেট রফিকুল ইসলাম খোকনে মেয়র হিসেবে দেখতে চায়।
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সকল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আগামীর স্বপ্ন বুনছি। ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ জননেতা নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের নির্দেশনায় ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক সকল বিষয়ের সমস্যার সমাধান ও উন্নয়নের প্রচেষ্টা করে চলেছি। পৌরবাসীর পূর্ণ সমর্থন ও দলীয় সমর্থন আমাকে চলমান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবে। ঋণ নিয়ে শুরু করা আজ সোনাগাজী পৌরসভা কার্যালয় একটি সমৃদ্ধ, শৃঙ্খলিত ও জনসেবা প্রদানের হাউজে পরিনত হয়েছে। আসন্ন নির্বাচনে আমার অতীতে কাজের মূল্যায়ন হিসেবে দলীয় নমিনেশন পেয়ে নৌকা প্রতীকে বিজয়ের মাধ্যমে জনসেবা করবো।
সম্পাদনা:আরএইচ/এইচআর







