নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে যুব গেমস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা ফাতেমা চৌধুরী, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, প্রবীণ ক্রীড়া সংগঠক গোলাম নবীসহ প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন-জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার প্রমূখ।
সূত্র জানায়, ভাষা শহীদ সালাম স্টেডিয়াম, খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়াম ও জেলা পরিষদ পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০টায় ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায় ও সেমিফাইনাল, একই সময় ব্যাডমিন্টন চূড়ান্ত প্রতিযোগিতা, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সাঁতার চুডান্ত প্রতিযোগিতা, বুধবার সকাল ৯টায় এ্যাথলেটিক্স চুড়ান্ত ও একইসময় কারাতে চুড়ান্ত প্রতিযেগিতা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টায় কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্যায় ও সেমিফাইনাল, রবিবার সকাল ৯টায় ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্পাধনাঃ আরএইচ/এএইচই







