ক্রীড়া ডেস্ক>>
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ফেনী সকার ক্লাব।শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ৪০ মিনিটে সকার ক্লাবের মিডফিল্ডার সাহরান হাওলাদার দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন। বাম পাশ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে রহমতগঞ্জের জালে জড়ান সাহরান ।
এরপর ফেনী শিবিরে কয়েকবার আক্রমণ করেও গোল শোধ করতে ব্যর্থ হয় রহমতগঞ্জ। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রমতগঞ্জকে। এ ম্যাচ শেষে সকার ক্লাব পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দশম। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থা সপ্তম।
সম্পাদনা: আরএইচ







