নিজস্ব প্রতিনিধি >>
ফেনীর সর্ববৃহৎ বিপনী বিতান গ্র্যান্ড হক টাওয়ারে থাকছে জমজমাট ঈদ আয়োজন। বাহারী পোশাক ছাড়াও ক্রেতাদের জন্য থাকছে গাড়ীসহ ২০টি পুরস্কার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত গ্র্যান্ড হক টাওয়ারে থাকছে বিশাল আয়োজন। পর্যাপ্ত নিরাপত্তা, গাড়ী পার্কিং, সিসি ক্যামরা ও সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এ বিপনী বিতানে। নিচ তলায় ইলেক্ট্রনিক্স জিনিসপত্রসহ উপরে বাহারী পোশাকের সমারোহ। শাড়ী, গহনাসহ ছেলে ও মেয়েদের পোশাকের রং চকচকা সম্ভার। বাচ্চা ও বয়স্কদের পোশাকেরও কমতি নেই এখানে।
এদিকে ঈদকে কেন্দ্র করে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে পুরস্কারের আয়োজন করেছে গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতি। ৫শ’ টাকার পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছে একটি লাকী কূপন। কূপনটি জমা দিলেই ক্রেতারা পাবেন লাখ লাখ টাকার পুরস্কার।
রমজানে মাসব্যাপী কেনাকাটার পর ক্রেতাদের জন্য থাকছে প্রথম পুরস্কার ১টি সুজুকি এলটো কার, দ্বিতীয় পুরস্কার ১টি পালসার হুন্ডা ১৫০ সিসি, তৃতীয় পুরস্কার দেড় ভরি স্বর্ণ, চতুর্থ পুরস্কার ১ভরি স্বর্ণ, পঞ্চম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, ৬ষ্ঠ পুরস্কার ১টি ডিপ ফ্রিজ, ৭ম পুরস্কার ১টি বাই সাইকেল, ৮ম পুরস্কার ১টি ওয়াশিং মেশিন, ৯ম পুরস্কার একটি ডিনার সেট, ১০ পুরস্কার ১টি ব্লান্ডার মেশিন, ১১-১৫ পর্যন্ত ৫টি চার্জার ফ্যান, ১৬-২০ পর্যন্ত থাকছে ৫টি প্রেসার কুকার।
জ্যান্টস ওয়্যার আমদানীকারক প্রতিষ্ঠান লুক এট মি’র ব্যবস্থাপনা পরিচালক মো: ইলিয়াছ জানান, মার্কেট গুলোতে এখনো ক্রেতাদের সমাগম ঘটেনি। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানীরা পোশাক সংগ্রহ করেছে। রমজান বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভীড় বাড়বে বলে তিনি জানান।
গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক জানান, মার্কেট এলাকায় অনাকাঙ্খিত যে কোন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থাসহ সিসি ক্যামরা দ্বারা পুরো মার্কেট এলাকা পর্যবেক্ষনে রাখা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএলএমটি