নিজস্ব প্রতিনিধি>>
ফুলগাজীতে ‘উচ্চ শিক্ষায় ফেনী ইউনিভার্সিটির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আলী আজম স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্।
আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক গৌরি শংকর নাথের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিরি সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, সহকারি অধ্যক্ষ শাহ এমরান এবং সহকারি অধ্যপক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্ প্রধান অতিথির বক্তব্যে উচ্চশিক্ষা বিস্তারে ফেনী ইউনিভার্সিটির ভূমিকা, ফেনী ইউনিভার্সিটির শিক্ষাদান পদ্ধতি, অনুষদ/বিভাগ/প্রোগ্রাম এযাবত বিশ্ববিদ্যালয়ের অর্জন, অন্যান্য ইউনিভার্সিটির সাথে টিউশন ফি এর তুলনামূলক বিবরনী, অবকাঠামো ও একাডেমিক বিভিন্ন সুযোগ-সুবিধা, স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত তথ্যসহ ইউনিভার্সিটির সার্বিক বিষয়াদি উপস্থাপন করেন।
সেমিনারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। পরে তাদের হাতে প্রকাশিত এইচএসসির সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ








