নিজস্ব প্রতিনিধি >>
জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি’র বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক জাফর সেলিম। বুধবার চ্যানেলটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোঃ হানিফ উদ দাহার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদোন্নতি প্রদান করেন।
জাফর সেলিম সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছে। এর আগে তিনি এশিয়ান টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এছাড়াও সাংবাদিক জাফর সেলিম দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক জনপ্রিয়, দৈনিক আজকের বিনোদনসহ অসংখ্য পত্রিকায় রাজধানীতে কাজ করেন।
সম্পাদনা: আরএইচ/জেএস







