সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামছুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে বাদী পক্ষ। রবিবার ফেনী সদর সিনিয়র সহকারী জজ সরওয়ার আলম বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলা প্রত্যাহারের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদরাসার প্রতিষ্ঠার পর থেকে মাওলানা শামছুল হক ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত ২০১০-২০১২ মেয়াদে তিনি ম্যানেজিং কমিটির ওই পদে থাকা কালিন অঘোচরে পরবর্তী কমিটির ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেয় একটি চক্র। বিষয়টি জানাজানি হলে তিনি এর বিরুদ্ধে মাদরাসা শিক্ষা বোর্ডে একটি অভিযোগ দাখিল করেন। বিষয়টি তদন্তের জন্য শিক্ষা বোর্ড তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিনকে দায়িত্ব প্রদান করে। তার প্রদত্ত তদন্ত প্রতিবেদনের আলোকে বোর্ড ২০১৩ সালের ১৭ নভেম্বর এক আদেশে নবগঠিত পরিচালনা কমিটি বাতিল করে মাওলানা শামছুল হককে প্রতিষ্ঠাতা সদস্য করে ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দেন।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের ওই আদেশের ১বছর পর গত বছরের ১৩ এপ্রিল তার বিরুদ্ধে প্রতিষ্ঠাতা দাবীদার হোসেন আহাম্মদ ও আবুল খায়ের বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার একেএম ছায়েফ উল্যা, জেলা প্রশাসক মো: হুমায়ুর কবির খোন্দকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা ও মাদরাসা প্রতিষ্ঠাতা মাওলানা শামছুল হকসহ ৯জনকে বিবাদী করা হয়। মামলা দায়েরর পরও বাদী পক্ষ প্রতিষ্ঠাতা সদস্য শামছুল হকের নাম ভোটার তালিকায় অন্তভুক্ত না করতে আদালতে ২ দফা আবেদন করে। আদালত ওই আবেদন না মঞ্জুর করা হয়। বোর্ড ও আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় প্রতিষ্ঠাতা মাওলানা শামছুল হককে প্রতিষ্ঠাতা সদস্য না করে কমিটি গঠন করে ওই চক্র। মাদরাসা শিক্ষাবোর্ড নবগঠিত ওই কমিটি অনুমোদন না দিয়ে ২০১৪ সালের ১২ জুন মাওলানা শামছুল হককে প্রতিষ্ঠাতা সদস্য করে পুনরায় কমিটি গঠন করার নির্দেশ দেন। এবারও মাদরাসা সুপার মোহাম্মদ হানিফ প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা শামছুল হককে বাদ দিতে পূর্ণাঙ্গ কমিটি না করে মাদরাসা শিক্ষা বোর্ডে এডহক কমিটি গঠন করার আবেদন করেন। এ নিয়ে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মাদরাসার পূর্ণাঙ্গ কমিটি না হওয়া ও মাদরাসার ক্ষতি সাধন রোধে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুর মধ্যস্থতায় মাদরাসায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি বৈঠকে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার অনুরোধ করেন। বাদী পক্ষ আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত ওই মামলা প্রত্যারের আদেশ দেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফরহাদনগরে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার







