প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামগ্রীক তথ্য চিত্র নিয়ে ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো প্রকাশিত হলো নিউজলেটার। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হয় ‘জুন-২০১৯’ সংখ্যাটির।
ইংলিশ ভার্সনে রচিত ২৪ পৃষ্ঠার নিউজলেটারে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক সংবাদ। নিউজলেটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ।
প্রধান পৃষ্ঠপোষক ও এডিটরিয়াল অ্যাডভাইসর ফেনী ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ’র দিক-নির্দেশনায় প্রকাশিত হয় এই নিউজলেটার। এছাড়া নিউজলেটারের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
নিউজলেটারের এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশসান অনুষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আবুল কাশেম। এছাড়া অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজ (শিক্ষা ছুটি) ও ইংরেজি বিভাগের প্রভাষক বুসরা জেসমিন তৃশা নিউজলেটার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত নিউজলেটার কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যায়ের জনসংযোগ কর্মকর্তা মেহেদী হাসান। এখন থেকে নিয়মিত নিউজলেটার প্রকাশিত হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদনা: আরএইচ/এনজেটি