শহর প্রতিনিধি>>
ফেনীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশা পাশি কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে শহরের প্রতিটি কেন্দ্রে নানা শ্লোগান সম্বলিত ব্যানার, পেষ্টুন নিয়ে তাদের অবস্থান করতে দেখা গেছে।
দলীয় সূত্র মতে, বিএনপি-জামায়ায়াতের ডাকা অনির্দিষ্ট কালের হরতাল অবরোধে সহিংসতায় শিক্ষার্থীসহ অনেনে হতাহত হয়েছে। পরীক্ষার দিনে হরতাল দিয়ে শিক্ষার্থীদের লেখা পড়ায় ব্যাঘাত সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রিয় নির্দেশনায় কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরের ফেনী সরকারী কলেজ, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয়, জিএ একাডেমী ও আলিয়া মাদরাসা কেন্দ্রে সকাল থেকে অবস্থা করছে। ওই সূত্র আরো জানায় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রে অবস্থান করবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের অবস্থান
