নতুন ফেনী ডেস্ক >>
পেশাগত কাজে সংক্ষিপ্ত সফরে ভারত গেলেন এশিয়ান টেলিভিশনের ফেনী ব্যুরো চীপ ও সাপ্তাহিক নির্ভীক’র সম্পাদক জাফর সেলিম। শনিবার তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে জাফর সেলিম ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। কাজ শেষে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
সংক্ষিপ্ত সফরে ভারতে গেলেন সাংবাদিক জাফর সেলিম







