মাঈন উদ্দিন পাটোয়ারী >>
বিএনপি-জামায়াতের ডাকা অনির্দিষ্ট কলের অবরোধ-হরতালে নাশকতাকারীদের ধরতে এবার ফেসবুক, টুইটার, হাই-ফাইভসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা দিচ্ছে গোয়েন্দা পুলিশ। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে নাশকতাকারীদের আইডি নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতাল-অবরোধে জেলার বিভিন্ন স্থানে গাড়ীতে অগ্নিসংযোগ-ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতায় জড়িত বিএনপি-জামায়াতসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার এড়াতে এসব নেতারা দীর্ঘদিন ধরে গা ডাকা দিয়েছে। জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার বাসা-বাড়ীতে হানা দিয়েও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে এসব নাশকতাকারীদের ধরতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা দিয়ে ছবি ও অবস্থান নির্ণয় করতে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা পুলিশ। এর আগে জেলা সাইবার ইউজার দলের আহবায়ক শরীফুল ইসলাম রাসেল ও ফেনী শহর শিবিরের শিক্ষা সম্পাদক আবু তৈয়ব, ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ টিপুসহ একাধিক নেতার আইডি থেকে তাদের ছবি সংগ্রহ করে পরবর্তীতে কয়েকজনকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তা নতুন ফেনী’কে জানান, গ্রেফতার এড়িয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে বিএনপি-জামায়াতের এসব নেতারা নাশকতাকে উস্কে দিচ্ছে। তাদের গ্রেফতার করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান। তবে গোপনীয়তার স্বার্থে তিনি নির্দিষ্ট করে কোন নাশকতাকারীর নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ নতুন ফেনী’কে জানান, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাশকতাকারীদের গ্রেফতার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফেনীতে নাশকতাকারীদের ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা দিচ্ছে পুলিশ







