ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ফেনী জেলা প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। রাসেল জানান, এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
তিনি জানান, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে ০১৫২১৩৭১৩৮৪ নাম্বার হতে অপরিচিত এক ব্যক্তি তার ব্যক্তিগত নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জিডিতে রাসেল উল্লেখ করেন, ৯ অক্টোবর প্রচারিত একটি খবরের সূত্র ধরে মোবাইল ফোনে হুমকি দেয়ার ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার।
সম্পাদন:আরএইচ/এইচআর







