ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ী ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতার এবং সকল ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দাবীতে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্যপরিষদ ফেনীতে মানবনন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
০৯ জানুয়ারি শনিবার দুপুরে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্যপরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে সদস্য সচিব শিবুপ্রশাদ মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় ঐক্যপরিষদ কমিটির সদস্য জিপি অডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, অডভোকেট সমির চন্দ্র কর, অডভোকেট বিমল শীল, অডভোকেট স্বাধিন মজুমদার, , নিতাই দাস, সুভ্রুত সাহা,রিপন সাহা,মাষ্টার অর্ঞ্জুন নাথ, জগবন্ধু দেব নাথ,পরিমল রায়,লিটন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলা উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকের নেতৃত্বে শত শত সংখ্যালঘু সম্পাদায় অংশ নেন।
ফেনী কলেজ রোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর পদক্ষিন শেষে শহরের জিরোপয়েন্টে পথসভা করেছেন। সভায় কক্তারা বলেন যাত্রামোহন সেনগুপ্তের বাড়ীর সামনের অংশ ভেঙ্গে ফেলার চক্রান্ত হয়েছে। যারা এসব স্থাপনায় আঘাত করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থাপনা এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি সংরক্ষন করার দাবী জানান বক্তারা।
তারা বলেন ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্থাপনাকে আমরা হারিয়ে যেতে দিব না। এই ঐতিহ্র ও সাস্কৃতি আমরা তুলে ধরবভ। অবিলম্বে এ স্থাপনা ভাংচুর কারীদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্যপরিষদের মহাসচিব ও মাবঅধিকারকর্মী বিশিষ্ট্র আইনজীবী রানাদাস গুপ্তের জান মালের নিরাপত্তার দাবী জানানো হয়। তারা বলেন এ আন্দোলনকে সামনে রেখে জেলা ও উপজেলার কোথায় কোন সংখ্যালঘু সম্পাদের উপর কোন নির্যাতন চলতে দেওয়া হবে না।
সম্পাদনা:আরএইচ/এইচআর