জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে ১০ই জানুয়ারী রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, উপজেলা যুবলীগের সভপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন আরিফ ভূইয়াঁ, পৌর কাউন্সিলর শেখ আব্দুল হালিম মামুন, কাউন্সিলর আইয়ুব আলী খাঁন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সোলতান আহম্মদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক আব্দুল্যাহ আল মোমিন শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন মহিন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া, নাজিম উদ্দিন ভূইয়াঁ, আকবর হোসেন, বাহার উল্লাহ বাহার, ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন জয়, আব্দুল্যাহ আল আলিফ, মিশুক খাঁন, ইকরামুল হক রাকিব, নিশান, পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি উরফাত ইসলাম বিজয় হাজারী সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃাকর্মীবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সহ দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফারুক হোসেন।
দোয়া মাহফিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এএইচআর