‘স্বদেশ আমার অহংকার,সবুজে সাজাবো স্বদেশ,এই আমাদের অঙ্গিকার’এই শ্লোগানকে ধারন করে “ফেনীবাসীর প্রিয় বাগান” গ্রুপের ফুলের চারা বিতরন। ১০জানুয়ারি ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে এসব চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানে এডমিন তন্নী ও উর্মির সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম জাহাংগীর, ফেনী কার্ডিয়াক সেন্টারের ভাইস- চেয়ারম্যান তোফায়েল ইসলাম মিলন, জি এম হাট শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক ফরিদা আখ্তার মায়া, বৃক্ষপ্রেমী আলম আরা মজুমদার, সুরমা চৌধুরী, ফাহিমা চৌধুরী সহ গ্রুপের সদস্যরা।
এই গ্রুপের এডমিনদের উদ্যোগে সবুজের সমারোহ গড়ার লক্ষ্যে কভার ফটোকন্টেস্টের বিজয়ী, নতুন বাগানী, বেস্ট ইনভাইটার, এক্টিভ মেম্বারদের হাতে ফুলের চারা তুলে দিয়ে বাগান তৈরী ও গাছ লাগানোয় উদ্ধুদ্ধ করা হয়
গ্রুপের এডমিন জানান, প্রতি মাসে আমরা এমন একটি প্রোগ্রাম করে থাকি এতে করে বৃক্ষপ্রেমিদের বাগান তৈরি ও গাছ লাগানোতে উৎসাহ পায়।
সম্পাদনা:আরএইচ/এমইজি