ছাগলনাইয়ায় ‘মারজান’ নামকরণ নিয়ে ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
শুক্রবার বিকালে উপজেলার রাধানগর ইউপির লক্ষিপুর গ্রামে নিধাগাজী খালের উপর বাঁশের সাঁকো থেকে পা ফসকে মারজান আক্তার বাঁধন নামে ৭বছর বয়সী এক মেয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এনিয়ে শনিবার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওই সাঁকোর উপর একটি ব্রীজ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তার কমেন্টে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ‘মারজান’ নামকরণ নিয়ে সেখানে একটি ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরও তার কমেন্টে একটি ব্রীজ নির্মাণ করার আশ্বাস দেন।
উল্লেখ্য, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের জাফর আলী মিজি বাড়ির প্রবাসী বাহার মিয়া ও বিবি তৈয়বা বেগমের বড় মেয়ে মারজানা আক্তার বাঁধনকে শুক্রবার বিকাল থেকে চারিদিকে খুঁজতে থাকে। খোঁজ না পেয়ে নিধাগাজী খালের পানির উপর বাঁধনের পায়ের জুতা ভেসে উঠে দেখতে পায় এলাকাবাসী। এরপর পরিবারের সদস্য ও এলাকাবাসী ফায়ার সার্ভিস ডুবুরি দল এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করার পর শনিবার সকালে চট্রগ্রাম থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে নিধাগাজী খাল’র পানি থেকে মৃত অবস্থায় বাঁধনকে উদ্ধার করে।
মারজানা আক্তার বাঁধন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর ছাত্রী। এব্যাপারে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, নিহত বাঁধন বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে ডুবে মারা যায়। তবে এবিষয়ে নিহতের পরিবার’র পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলেও তিনি জানান।
সম্পাদনা:আরএইচ/এমকেএইচ







