ফেনীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্য মঞ্জুরীকৃত ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জেলার ৩৩ টি সংগঠনের কর্তাব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুল্লাহর সঞ্চালনায় এসময় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃ এনকে/এমকে






