ছাগলনাইয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
রোববার সকালে পৌর শহরের সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে কলেজের অধ্যক্ষ প্রফেসর খালেদ মামুন’র সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ পেয়ার আহমেদ’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক শহিদুল করিম, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আশেক সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ রাশেদ খাঁনসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা শোয়াইব আহমেদ।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ







