ফেনীতে আবৃত্তি সমন্বয় পরিষদ’র বিজয় উৎসব পালন করা হয়েছে। বুধবার বিকেলে ফেনী শহরের পুরাতন জেল রোডস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বিজয় উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সমর জিৎ দাস টুটুল।
অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সদস্য সচিব এম এফ রহমান মিলনের পরিচালনায় কথামালায় অংশ নেন সাংবাদিক আসাদুজ্জামান দারা, কবি মনজুর তাজিম, জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষক শৈবাল দত্ত, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী নাজমুল হক শামীম, আবৃত্তি শিল্পী পৃথ্বীরাজ চক্রবর্তী, শিল্পী হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথসহ অতিথিবৃন্দ।
“আমার দেশ সন্ত্রাস সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ” স্লোগানে আবৃত্তিতে অংশগ্রহণ করেন পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, আবৃত্তি একাডেমি, কিশোর আবৃত্তি সংসদ, পঞ্চবতী সাংস্কৃতিক সংগঠন ও আর্য সাংস্কৃতিক কেন্দ্র।
একক আবৃত্তি পরিবেশন করেন আলাপন’র তাহামিনা তোফা সীমা, পুবালি’র পালক মজুমদার, অনুরণন’র কাজী নুসরাত জেরিন, সানজিদা মাইমুনা, ইয়াসিন আমীন সৌরভ, আর্য’র মমিনুর রাহিম, কিশোর’র অন্তরা মজুমদার, আবৃত্তি একাডেমীর মাহিরা সাবরুম ঐশী, আবিদ হোসেন, পঞ্চবটি’র সাদিয়া আফরিন।
সম্পাদনাঃ আরএইচ







