সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার জেলেপাড়ায় আবসার উদ্দিন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে জনৈক বিপ্লব গং কর্তৃক বাধা প্রদান ও নানাভাবে হয়রানি করার প্রতিবাদে ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
সোমবার (২০ মে) সকালে বিদ্যালয়ের সামনের রাস্তার মানববন্ধনে বিদ্যালয়ের সভাপতি মাস্টার জহিরুল ইসলাম, ইউপি সদস্য সফিউল্লাহ (ছুট্টু মহাজন) সাবেক মেম্বার নুরনবী তোতামিয়া, মহিলা ইউপি সদস্য রোকেয়া আক্তার, শিউলি রাণী দাস, শিক্ষক আমির হোসেন মঞ্জু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, বিদ্যালয় কমিটির সদস্য সোলতান আহমদ, সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এসময় সেখানকার অধিবাসী দরিদ্র জেলে সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ প্রদর্শন করেন ও স্কুলের নতুন ভবন নির্মাণে বাধা সৃষ্টিকারীদের শাস্তি দাবি করেন।
মানববন্ধনে উক্ত বিদ্যালয় ও পার্শ্ববর্তী আজিজুল হক মায়মুনআরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন, তারা বলেন এই বিদ্যালয় হওয়ার আগে জেলেপাড়ার লোকজন শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং তারা বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত ছিল, বিদ্যালয়টি হওয়ার পর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে, ছেলেমেয়েরা সুশৃঙ্খল চলাফেরা করে, খারাপ কাজ করেনা, ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে। জমি বিরোধকে কেন্দ্র করে একটা মহল বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ কাজে বাধা দিচ্ছে ও এটি উচ্ছেদের পায়তারা করছে। এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তদন্ত করে তাদের বিচার ও গরীব এলাকার বিদ্যালয়টি রক্ষার জন্য আবেদন জানাই।
আবসার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী জামশেদ আলম বলেন, আমরা হতদরিদ্র পরিবারের সন্তান। এখানে স্কুলটা থাকায় পড়া সম্ভব হচ্ছে দূরে হলে তাও হবেনা।
আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা চাই স্কুলটা সুন্দরভাবে চলুক। তা নাহলে আমাদের পড়াশোনাই হবেনা।
স্থানীয় ইউপি সদস্য শফি উল্যাহ বলেন, সোনাগাজীর চর খোন্দকার জেলেপাড়ায় প্রান্তীক জনগোষ্ঠী ও দরিদ্র জেলে সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়ালেখার সুবিধার্থে ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী ও এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ২০১৬ সালে উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এহতেশামুল হক বিপ্লব বলেন, জায়গাটার মালিক আমরা। আমাদের জায়গায় স্কুল ভবন কিভাবে করবে। এছাড়াও এখানে কাজ না করতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে স্কুল ভবনের নামে জায়গাটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।
সম্পাদনাঃ আরএইচ