নতুন ফেনী ডেস্ক>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল থেকে ৬ লাখ ৮০পিস ইয়াবা সহ আটককৃত এসবি পুলিশের এএসআই মাহফুজ ও গাড়ী চালক জাবেদ স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী আদালতের জ্যৈষ্ঠ বিচারিক আলমগীর মো. ফারুকীর আদালতে ১৬৪ ধারায় তারা এ জবানবন্ধী দিয়েছে।
পুলিশ জানায়, রবিবার তাদের আটকের পর সোমবার আদালতে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে এএসআই মাহফুজের ৩ দিন ও গাড়ী চালক জাবেদ আলীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের ২য় দিন বুধবার ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধী দেয় তারা। স্বীকারোক্তিতে মাহফুজ ইয়াবা পাচারের সাথে কক্সবাজার থানার এসআই বেলাল হোসেন, চট্টগ্রাম কুমিরা হাইওয়ে থানা পুলিশের এসআই আশিকুর রহমান, সাভারের শাহীন, কুমিল্লার গিয়াস, ঢাকার এডভোকেট জাকির, মোতালেব কাশেম, আজাদসহ ১৪/১৫ জনের একটি সিন্ডিকেট জড়িত আছে বলে জানায়। জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আরো অনেক রাঘব বোয়ালদের নামও উঠে এসেছে বলে জানা গেছে।
ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানান।
এর আগে ২০ জুন রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এসবি পুলিশের এএসআই মাহফুজুর রহমান (৩৫) ও তার গাড়ী চালক মো: জাবেদ আলীকে (২৯) আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭লাখ টাকা,৪টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের ৮ ক্রেডিট কার্ড ও ৩টি মাদক বিক্রির টাকার হিসেবের নোটবুক উদ্ধার করে র্যাব।
সম্পাদনা: এনকে
৭ লাখ ইয়াবাসহ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্ধী







