বিদেশেও যায় তানজিনার ‘দারুচিনি’র আচার
‘দারুচিন’ দ্বীপটা যেমন সুন্দর তেমনি সুস্বাদু তানজিনার দারুচিনি’র আচার। অল্প দিনেই আচার তৈরীতে বেশ প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। তার নিজের হাতে ঘরে বানানো হরেক রকম আচার ফেনী জেলা, সারাদেশসহ বিদেশেও যায়। আত্মীয়-স্বজনের মাধ্যমে অথবা পেজ থেকে অর্ডার প্রবাসীরা বিদেশে আচার নিয়ে যায়।
দারুচিনি’র স্বত্ত্বাধিকারী তানজিনা খন্দকার বলেন, নিজে কিছু করতে চাই কাজ দিয়ে আলাদা করে পরিচিত পাওয়ার জন্যই ‘দারুচিনি’। বিয়ের পর যখন সবাই জিজ্ঞেস করত স্বামী কি করে? তখন মাথায় আসলো আমার ...













