সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ মরহুম হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার এক ছাত্রের লাশ তৎসংলগ্ন দাগনভূইয়ার মমারিজপুর গ্রামের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়ে। ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো ছয়আনী গ্রামের ফানা উল্লাহর ছেলে আরাফাত হোসেন (৯)। এই ঘটনায় মাদ্রাসার সভাপতি হাফেজ আবুল বাশার সহ কয়েকজন শিক্ষককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন দৈনিক ফেনীর সময় কে জানান মাদরাসার হুজুর ও ছাত্রদের দেয়া তথ্য মতে আরাফাত হোসেন শনিবার রাত সাড়ে ১০ টার সময় আবাসিক হোস্টেল থেকে বাথরুমে যাওয়ার কথা বলে অন্য একটি ছাত্রসহ বাহির হয়। এসময় তার লুঙ্গিতে প্রসাব লেগেছে বলে সাথে থাকা ছাত্রকে মাদরাসা থেকে লুঙ্গি নিতে হোস্টেল এ পাঠিয়ে সে বাহিরে অপেক্ষা করে।
পরবর্তীতে সাথে থাকা ছাত্র বাহিরে না এসে ঘুমিয়ে পড়ে। ভোরে মাদরাসার শিক্ষকরা ফজরের নামাজ পড়তে ছাত্রদের মসজিদে নেয়ার সময় দেখা যায় আরাফাত হোসেন নাই। পরে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা আরাফাতকে খুঁজতে বের হলে মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় আরাফাতের লাশ দেখতে পায়। খবর পেয়ে সোনাগাজী-দাগনভূঞা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মাসকুর রহমান ও মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ ঘটনাস্থলে
গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল দাগনভূইয়া হওয়ায় ওই থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







