ফেনী জেনারেল হাসপাতালে চালু হয়েছে শিশু বিকাশ কেন্দ্র। সোমবার হাসপাতালের ৫১০ নাম্বার কক্ষে এ কার্যক্রম চালু করা হয়েছে।
এসময় ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি, শিশু বিষয়ক সিনিয়র কনসাল্টেন্ট মো, আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, রিপন নাথ সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ্র উপস্থিত ছিলেন।
আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া জানান, ফেনী জেনারেল হাসপাতালের ৫১০ নং কক্ষে সকাল ৮ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত জন্মগতভাবে শারিরিক ও মানসিক প্রতিবন্ধি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হবে।
তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, শিশু বিকাশ কেন্দ্রে সেবা দিতে একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল অফিসার ও একজন থেরাপিস্ট নিয়মিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরো জানান, দেশজুড়ে ৩২ টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় এ সেবা চালু রয়েছে। হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
সম্পাদনাঃ এনকে/এমকে






