সংস্কৃতি প্রতিবেদক >>
ফেনীতে পঞ্চম বারের মতো মঞ্চস্থ হচ্ছে ‘ভেলুয়া সুন্দরী’ নাটক। বৃহস্পতিবার জেলা শিল্পকলা মিলনায়তনে সন্ধ্যায় সাড়ে ৬টায় পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠন নাটকটি মঞ্চস্থ করছে।
পূর্ব বঙ্গের গীতিকা অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন মন্দিরা বিশ্বাস। নাটকে বিধান চন্দ্র শীল, পৃথ্বী রাজ চক্রবর্তী, মন্দিরা বিশ্বাস, অজয় নাথ, রাজীব দাশ, দেবশ্রী দেব তিন্নি, সোমা নাগ অভিনয় করবেন। আবহ সংগীতে রয়েছে দোলন দাস, রিপন পাল, বিপাশা রায়, শ্রুতি ভৌমিক এবং সাবিক তত্ত্বাবধানে থাকবেন বাদল দেবনাথ ও অভিদাশ।
এর আগে চলতি বছরের ১৭-১৯ মে ভারতে ত্রিপুরার উদয়পুর লিটল ড্রামা গ্রুপ ও খোয়া উত্তরণ নাট্যাঙ্গনের মঞ্চে মঞ্চায়িত হয়।
সম্পাদনা: আরএইচ/এমকেএস







