মো: কামরুল হাসান >>
প্রতিটি শিশুকে বিজ্ঞান মনস্ক ও তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসার তায়বুল হক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের এসএসকে রোডস্থ স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ফরম বিতরণ ও ভর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। প্রফেসর তায়বুল হক আরো বলেন, আজকের কোমলমতি শিশুরা আগামীর বিশ্বকে গড়ে তুলবে। তাই তাদের প্রতি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ যত্ম নিতে হবে। আমি বিশ্বাস করি স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল সে কাজটি করে চলছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: মোখলেছুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, শান্তি নিকেতন ইনিষ্টিটিউট’র চেয়ারম্যান কেবিএম জাহাঙ্গীর আলম, ফেনী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান এম. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক মাইন উদ্দিনসহ বিপুল পরিমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ