সদর প্রতিনিধি>>
স্কুল লাইব্রেরী স্থাপনের জন্য বই সহায়তা প্রদান করেছে রোটারী ক্লাব ফেনী অব অপূর্ব। মঙ্গলবার ফেনী শহরের উপকন্ঠে মধুপুর আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক বিজন কান্তি মজুমদারের হাতে বই তুলে দেন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আবদুল আউয়াল সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাইদুল মিল্লাত মুক্তা, সেক্রেটারী রোটাঃ মহিম উদ্দিন পৃথিবী, রোটার্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোঃ আরাফাত উল মিল্লাত দীপুল, সার্জেন্ট রোঃ আলাউদ্দিন আহমেদ রায়হান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদুল ওহাব ও অন্যতম সদস্য নুরুল আলম দিদার প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
স্কুল লাইব্রেরীর জন্য রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র বই প্রদান







