নিজস্ব প্রতিনিধি>>
এবার এসএসসি পরীক্ষায় ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১শ’ ৬৭ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে এবার মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগ থেকে ২শ’ ৫১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।
উম্মে তাবাসসুম নামের জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এমন ভালো ফলাফল সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ নতুন ফেনী’কে জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এমন ভালো ফলাফল অর্জন করেছে। তিনি এ ধারা অভ্যাহত রাখতে সকলে সহযোগিতা কামনা করেন।
সম্পাদনা: আরএইচ/এনএনএন
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ
