নতুন ফেনী ডেস্ক >>
আমেরিকার ‘ইউনির্ভাসিটি অফ সাউথ মেইন’ থেকে কৃতিত্বের সহিত ব্যাচেলর ডিগ্রী অর্জন করেছে ফেনীর ছেলে আইনুল করিম অয়ন। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মোমনুল করিম ও ডালিয়া করিমের বড় ছেলে অয়ন পরিবারের সাথে দীর্ঘদিন বসবাস করে আসছে। শহরের রামপুর এলাকার মরহুম ডা: ফজলুল করিমের দৌহিদ্র (নাতি) অয়ন ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। এছাড়াও তার ছোট ভাই ফজলে রাব্বি করিম অমিয়নও যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন।
অয়নের এ কৃতিত্বে পরিবারের পক্ষ থেকে তার সার্বিক উন্নয়নের জন্য আত্মীয়-স্বজনসহ ফেনী বাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীর ছেলে’র ব্যাচেলর ডিগ্রী অর্জন
