বিশেষ প্রতিবেদক >>
ফেনী ন্যাশনাল কলেজ তাদের অধ্যয়নরত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির উপর পুরস্কার প্রদান করেছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ কর্ণেল (অবঃ) মোঃ সালেহ উদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম মডেল উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য আরিফুল হাসান রবিন। প্রথম বছর চলতি সেশনে শতভাগ উপস্থিতির জন্য মোট ২৩ জন শিক্ষার্থীকে পুরুষ্কার দেয়া হয়।
সম্পাদনা: আরএইচ
শতভাগ উপস্থিতির পুরস্কার পেল ফেনী ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা
