নতুন ফেনী ডেস্ক>>
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-১ ময়নামতি রেজিমেন্টের অন্তর্ভূক্ত ফেনী সরকারী কলেজ প্লাটুনে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন ফেনী কলেজের সহকারী অধ্যাপক মো. আকতার হোসেন। তিনি একই কলেজের রাষ্টেবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে পদউন্নতি নিয়ে পিইউও ফরিদ আলম ভূঞা বদলী জনিত কারণে ফেনী ত্যাগ করলে মো: আক্তার হোসেন তার স্থলা ভিষিক্ত হন। ফেনী সরকারী কলেজ বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট সরোয়ার আলম সবুজ নতুন পিইউও’র যোগদানের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/এসইউআর
ফেনী কলেজ বিএনসিসির পিইউও আকতার হোসেন







