নিজস্ব প্রতিনিধি >>
ছাগলনাইয়ায় এইচএসসি ও আলীম পরীক্ষায় মাত্র ৮ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮শ’ ৮৯ শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১শ’ ২১ শিক্ষার্থী পাশ করে।
খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৪শ’ ৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭শ’ ৭ জন। পাশের ৪০.৪২ শতাংশ। আলিম পরীক্ষায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪শ’ ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪শ’ ১৪ জন। পাশের হার ৯৪.০৯ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় ছাগলনাইয়া মহিলা কলেজে ৫৭ জনের মধ্যে পাশ করেছে ৪৯ জন এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন। দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৯৫ জনের মধ্যে পাশ করেছে ৫৩ জন, ছাগলনাইয়া সরকারী কলেজ থেকে ৯শ’ ২০ জনের মধ্যে পাশ করেছে ১শ’৯৯ জন। এদের মধ্যে ১জন জিপিএ-৫ পেয়েছে। চাঁদগাজী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৪৩ জনের মধ্যে পাশ করেছে ১৪জন, আবদুল হক চৌধুরী কলেজ ২শ’ ২০ জনের মধ্যে পাশ করেছে ১শ’ ২০ জন ও মৌলভী সামছুল করিম কলেজ থেকে ৪শ’ ১৪ জনের মধ্যে পাশ করেছে ২শ’ দের মধ্যে ২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে ও ৭২ জন।
আলিম পরীক্ষায় ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ২শ’ ৯ জনের মধ্যে পাশ করেছে ২শ’ জন। এদের মধ্যে ৩জন জিপিএ-৫ অর্জন করেছে। নিজকুঞ্জরা আলিম মাদ্রাসা থেকে ৩৬ জনের মধ্যে সবাই পাস করেছে, মধুগ্রাম জিনার হাট ফাজিল মাদ্রাসা থেকে ১৯ জনের মধ্যে সবাই পাশ করেছে, দাইয়াবিবি আজিম উদ্দিন ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩৩জনের মধ্যে সবাই পাশ করেছে, শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০ জনের মধ্যে পাশ করেছে ১৫ জন, দারোগার হাট আবুল কাসেম ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে সবাই পাশসহ ১শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শহীদ জিয়া আলিম মাদ্রাসা থেকে ১৬ জনের মধ্যে ১২ জন পাশ করেছে,দেবপুর ফাজিল মাদ্রাসা থেকে ৪২ জনের মধ্যে ৩৯ জন পাশ করেছে, পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৩জনের মধ্যে ৩৮ জন পাশ করেছে।
ছাগলনাইয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ নতুন ফেনী’কে ফলাফল বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, শিক্ষক সংকট ও নিয়মিত শিক্ষার্থীর চেয়ে অনিয়মিত শিক্ষার্থী বেশি হওয়ায় এ কলেজ ভালো ফলাফল অর্জন করতে পারেনি।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







