নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে পাশ করতে পারেনি ফেনী সদর উপজেলার বেগম সামছুন্নাহার গার্লস স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থী। রবিবার সন্ধ্যায় নতুন ফেনী’কে এ তথ্য নিশ্চিত করেন স্কুল কর্তৃপক্ষ।
তিনি জানান, চলতি বছর ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিলেও বাকী ১৩ জনের সবাই ফেল করে। এদিকে এমন ফলাফল কিছুতেই মেনে নিতে পারছেন না কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। নাম না প্রকাশ করার শর্তে কলেজের এক শিক্ষক জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৯ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তনে বোর্ড চ্যালেঞ্জ করা হবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এএইচএম এমরানুল হক নতুন ফেনী’কে জানান, অবিশ্বাস্য এ ফলাফল দেখে আমরা হতবাক হয়েছি। বিষয়টি তাৎক্ষনিক কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল খালেককে জানানো হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্থ্য করেছেন।
উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজে উন্নীত হবার পর দ্বিতীয়বারের মতো পরীক্ষায় অংশ নিলো এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০১৬ সালের প্রখম পরীক্ষায় এখান থেকে প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী পাশ করে।
সম্পাদনা: আরএইচ







