নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান কেবিএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুপ, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিন মুন্না, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন অর রশিদ মজুমদার, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউট এর অধ্যক্ষ রোটারিয়ান এম. মামুনুর রশিদ।
স্কুলের সিনিয়র শিক্ষক নুর করিম ও সারমিন সুলতানার যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাকছুদুর রহমান, সাবেক কাউন্সিলর আবুল কাশেম, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন. এন জীবন, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এম. এমরান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ মিসু, সদস্য এখলাছ উদ্দিন খন্দকার বাবলু, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সদস্য আবদুল মান্নান ফরিদসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।
সম্পাদনা: আরএইচ/এপি