নতুন ফেনী ডেস্ক>>
ছাগলনাইয়ায় পৃথক দুটি কলেজে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন করেছে ফেনী ইউনিভার্সিটি। মঙ্গলবার দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ।
মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম ও ছাগলনাইয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, মৌলভী সামছুল করিম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল ভূঁইয়া ও ছাগলনাইয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বেলাল হোসেন।
ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের জেষ্ঠ্য প্রভাষক আবুল খায়ের এর সঞ্চালনায় সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের্ প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ বলেন, এতদাঞ্চলে ফেনী ইউনিভার্সিটির উচ্চশিক্ষায় অবদানের একটি বিশেষ প্রেক্ষিত রয়েছে। একটি ইউনিভার্সিটি হচ্ছে নতুন জ্ঞানের উৎপত্তি ও চর্চার জায়গা; সভ্যতা ও সংস্কৃতি বিস্তারের প্রাণকেন্দ্র। ইউনিভার্সিটি ছাড়া কোন অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন সাধন বিলম্বিত হয়ে পড়ে। এরকম একটি প্রেক্ষাপটে শিক্ষা ও উন্নয়নের কেন্দ্র হিসাবে ফেনীতে একটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠা যুক্তিগ্রাহ্য হয়েছে। তাই এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় যারা এগিয়ে এসেছেন তিনি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোঃ সাইফুদ্দিন শাহ আরো বলেন, প্রতিষ্ঠার বিগত পাঁচ বছরে এ ইউনিভার্সিটির যে উন্নয়ন সাধিত হয়েছে তার বর্ণনায় প্রফেসর শাহ্ উল্লেখ করেন যে, সার্বিকভাবে শিক্ষক ও শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরী, ছাত্র-শিক্ষক সম্পর্ক ইত্যাদির নিরিখে ফেনী ইউনিভার্সিটি অনেকদূর এগিয়ে গেছে এবং এক্ষেত্রে বাংলাদেশের গুটিকয়েক সুনাম অর্জনকারী প্রাইভেট ইউনিভার্সিটির নাম করা হলে সেখানে ফেনী ইউনিভার্সিটির নাম সহজেই অন্তর্ভুক্ত করা যায়। তিনি ছাত্র-ছাত্রীদের কাছে একথাও জানান যে ফেনী ইউনিভার্সিটিতে যে টিউশন ফি গ্রহণ করা হয় তা বাংলাদেশের মাত্র গুটিকয়েক প্রাইভেট ইউনিভার্সিটির ফি ছাড়া সংখ্যাগরিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটির গৃহীত ফি-এর চেয়ে কম। পড়ালেখার তুলনামূলক খরচ এবং ইউনিভার্সিটির শিক্ষার মান ও সুযোগ-সুবিধার কথা বিবেচনায় রেখে উচ্চ শিক্ষার জন্য তিনি এতদাঞ্চলের ছাত্র-ছাত্রীদেরকে ফেনী ইউনিভার্সিটিকে তাদের ভর্তির পছন্দের তালিকায় রাখার আহ্বান জানান।
সম্পাদনা: আরএইচ/এসবি