নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার ফল প্রকাশের পর শহরের স্কুলগুলোতে উল্লাস ছড়িয়ে পড়েছে। আবার কাঙ্খিত ফলাফল অর্জন করতে না পেরে হাতাশ হয়ে পড়তে দেখা গেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।
খোঁজ নিয়ে জানা যায়, এবারো শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির গৌরভ অর্জন করেছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সব ক’জন জিপিএ-৫ অর্জন করেছে। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে এবার ৩শ’ ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনর পরীক্ষার্থী ফেল করে। এ প্রতিষ্ঠান থেকে ১শ’ ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যায়ে এবার ২শ’ ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২শ’ ৩৩ জন পাশ করে। এখানে ১শ’ ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। শাহীন একাডেমী স্কুলে ৪শ’ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪শ ৪৯ পরীক্ষার্থী পাশ করে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৫ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।
এদিকে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় ২শ’ ১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১শ’ ৯৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১৩ শিক্ষার্থী। ফেনী আলিয়া কমিল মাদরাসায় ১শ’ ৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাশ করে। এ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার বেড়েছে। ফেনীতে পাশের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।
সম্পাদনা: আরএইচ/এনকে/এইচআর