জস্ব প্রতিনিধি >>
পরশুরামে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ৫২ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। এবার উপজেলার ১৭টি স্কুলের ১ হাজার ৭৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭শ’ ৯৫ জন পাশ করে।
সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে ৯৬ জনের মধ্যে ৬৭ জন, শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে ৫৭ জনের মধ্যে ৪৩ জন, চান্দনা উচ্চ বিদ্যালয়ে ৪০ জনের মধ্যে ১৮ জন, চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৯ জনের মধ্যে ২০জন, চানগাজী উচ্চ বিদ্যালয়ে ৪১ জনের মধ্যে ৩৩ জন, মির্জানগর তৌহিদ একাডেমীতে ৯৬ জনের মধ্যে ৭৬জন, পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৪৯ জনের মধ্যে ৩০ জন, পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২৩ জনের মধ্যে ৯৬জন, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১১ জনের মধ্যে ৯৩জন, ধনিকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ে ৯৬ জনের মধ্যে ৭৫জন, গথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ে ৪৮ জনের মধ্যে ৪৬জন, কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ৩৮জন, রাজসপুর আলী আজম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে ৪১ জন, চিথলিয়া নাসির উচ্চ বিদ্যালয়ে ৩৫ জনের মধ্যে ৩০জন, কেতরাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১৪ জনের মধ্যে ৪জন, মুন্সিরখিল পজির উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে ৩১ জনের মধ্যে ২৫জন ও খন্ডল উচ্চ বিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে ৭০জন পাশ করে।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ১১টি মাদরাসা থেকে ১ হাজার ৭৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১শ’ ৪২ শিক্ষার্থী পাশ করেন। জিপিএ-৫ অর্জন করে মাত্র ২জন।
এখানে পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৪৭ জনের মধ্যে ৩০জন, সুবার বাজার ইসলামিয়া দাখিল মাদরাসায় ৬৩ জনের মধ্যে ৯জন, শালধর ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৬১ জনের মধ্যে ১১জন, সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২৯ জনের মধ্যে ১৮জন, বক্সমাহমুদ ইসলামিয়া দাখিল মাদরাসায় ৩১ জনের মধ্যে ২জন, খন্ডল ইসলামিয়া দাখিল মাদরাসায় ২৩ জনের মধ্যে ৮জন, ধনিকুন্ডা ঈদগাহ দাখিল মাদরাসা ৪০ জনের মধ্যে ১৪জন, বটতলা ইসলামিয়া আলিম মাদরসায় ৩৪ জনের মধ্যে ২৩জন, উত্তর কেতরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ২৭ জনের মধ্যে ১০জন, গুথুমা চৌমুড়ি ইসলামিয়া দাখিল মাদরাসায় ৬২ জনের মধ্যে ৩৪জন ও সলিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা) মহিলা মাদরাসায় ২০ জনের মধ্যে ৩ জন পরীক্ষায় পাশ করেন।
সম্পাদনা: আরএইচ/এইচআর