নিজস্ব প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৫ শিক্ষার্থী। এ উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ১ হাজার ৮শ’ ১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২শ’ ৯৪ শিক্ষার্থী পাশ করে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এবার ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৩ জনের মধ্যে ৫৮জন, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৩ জনের মধ্যে ৮১জন, ছাগলনাইয়া একাডেমীতে ১০৯ জনের মধ্যে ১০৭জন, দক্ষিণ বল্লবপুর উচ্চ বিদ্যালয়ে ৫৯ জনের মধ্যে ৫৩জন, নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ৮৬ জনের মধ্যে ৫০জন, দক্ষিণ কুহুমা উচ্চ বিদ্যালয়ে ৩০ জনের মধ্যে ২৫জন, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে ৪৬ জনের মধ্যে ৩২জন, মধুগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ জনের মধ্যে ৩১জন, অগ্রনি উচ্চ বিদ্যালয়ে ৮৮ জনের মধ্যে ৪৫জন, ছালেমা নজির উচ্চ বিদ্যালয়ে ৩৯ জনের মধ্যে ৩১ জন, হিছাছড়া উচ্চ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ২৫জন, হাবিব উল্যাহ উচ্চ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ৩৯ জন, বাঁশপাড়া উচ্চ বিদ্যালয়ে ৩৩ জনের মধ্যে ২৩জন, নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ে ৩৩ জনের মধ্যে ২৫জন, জয়পুর উচ্চ বিদ্যালয়ে ৭৬ জনের মধ্যে ৫৯ জন, করৈয়া উচ্চ বিদ্যালয়ে ৮৪ জনের মধ্যে ৭২জন, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ে ৪৮ জনের মধ্যে ৪৫জন, হরিপুর উচ্চ বিদ্যালয়ে ৭১ জনের মধ্যে ৫৫জন, মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১১০ জনের মধ্যে ৬৮জন, রাধানগর উচ্চ বিদ্যালয়ে ৬৭ জনের মধ্যে ২১জন, কশিপুর উচ্চ বিদ্যালয়ে ৫২ জনের মধ্যে ৪৩জন, পূর্বদেবপুর উচ্চ বিদ্যালয়ে ৪৪ জনের মধ্যে ১৩জন, গতিয়া উচ্চ বিদ্যালয়ে ৩১ জনের মধ্যে ১৭জন, জাফর আহাম্মদ উচ্চ বিদ্যারয়ে ৪৯ জনের মধ্যে ৩৬জন, বাথানিয়া উচ্চ বিদ্যালয়ে ৫২ জনের মধ্যে ৩৭জন, জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ৬১ জনের মধ্যে ৫৮জন, চাঁদগাজী উচ্চ বিদ্যালয়ে ১৩৮ জনের মধ্যে ৭৭জন, ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ে ৫৭ জনের মধ্যে ৪০জন, আমিন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে ২৭ জনের মধ্যে ২৪জন ও আনোয়ারা উচ্চ বিদ্যালয়ে ১৬ জনের মধ্যে ৮ জন পাশ করে।
ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতবারের চেয়ে পাশের হার বেড়েছে।
সম্পাদনা: আরএইচ/এইচআর/এমকেএইচ