আলমগীর হোসেন রিপন >>
সোনাগাজীতে এবার দাখিল পরীক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। উপজেলায় দাখিল পরীক্ষায় ৯শ’ ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫শ’ ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এখানে দাখিলে পাশের হার ৫৯.৬৮%। তবে মোহাম্মদীয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা শতভাগ ফেল করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ১০৭ জনের মধ্যে ৭৬জন পাশের হার ৭১.০২%, বক্তারমুন্সি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ৭৪জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাশের হার ৮৭.৮৩%, আমিরাবাদ আলিম মাদ্রাসা ৫৫ জনের মধ্যে ৪৮জন পাশের হার ৮৭.২৭%, নাজিরপুর দাখিল মাদ্রাসা ৪৯ জনের ৩৫ জন পাশের হার ৭১.৪২, ওসমানীয়া আলিম মাদ্রাসা ৬২জনের মধ্যে ৫২জন পাশের হার ৮৩.৮৭, আল জামেয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসা ৩১ জনের মধ্যে ২২জন পাশের হার ৭০.৯৬, ছাড়াইত কান্দি হোসাইনীয়া দাখিল মাদ্রাসা ৫৯ জনের মধ্যে ৪০ জন পাশের হার ৬৭.৭৯, চরসাহাভিখারী মহিলা দাখিল মাদ্রাসা ১৪ জনের মধ্যে ৯ জন পাশের হার ৬৪.২৮, গুনক ওলিপুর আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা ৩৬ জনের মধ্যে ২৩ জন পাশের হার ৬৩.৮৮%, দারোয়াগার হাট আল জামেয়াতুল দ্বীনিয়া আলিম মাদ্রাসা ৫৭ জনের মধ্যে ৩৬ জন পাশের হার ৬৩.১৫%, সফররপুর দাখিল মাদ্রাসা ৪১ জনের মধ্যে ২২ জন পাশের হার ৫৩.৬৫%, পূর্ব বড়ধলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ১২৫ জনের মধ্যে ৬৬ জন পাশের হার ৫২.৮০%, চরলক্ষীগঞ্জ নাজেরীয়া ফাজিল মাদ্রাসা ৭৮ জনের মধ্যে ৩২ জন পাশের হার ৪১.০২%, খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা ৪৪ জনের মধ্যে ১৪ জন পাশের হার ৩১.৮২%, চরসাহাভিখারী কারামতিয়া দাখিল মাদ্রাসা ২৮ জনের মধ্যে ৯ জন পাশের হার ৩২.১৪%, কাটাখিল সামাদিয়া দাখিল মাদ্রাসা ২০ জনের মধ্যে ৬ জন পাশের হার ৩০%, দৌলতকান্দিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ২৪ জনের মধ্যে ৪ জন পাশের হার ১৬.৬৬% ও ওয়ালী আল হায়দারীয়া দাখিল মাদ্রাসা ২১ জনের মধ্যে ২ জন পাশের হার ৯.৫২%।
সম্পাদনা: আরএইচ/এএইচআর