কলেজ অধ্যক্ষদের সাথে মত বিনিময় করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মঙ্গলবার ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্।
ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, ছাগলনাইয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু হানিফ, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মহিপাল সরকারী কলেজ, চৌমুহনী সরকারী এস এ কলেজ, মৌলভী সামছুল করিম কলেজ, ফেনী ন্যাশনাল কলেজ, ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ এবং আলী আজম স্কুল এন্ড কলেজজের অধ্যক্ষ।
অধ্যক্ষ মহোদয়গণ তাঁদের বক্তব্যে ফেনীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ফেনী ইউনিভার্সিটির ভূমিকা, অবকাঠামো এবং একাডেমিক বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে ইউনিভার্সিটির মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি