ফেনী সরকারী কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল’র সভাপতিত্বে সেমিনারে ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার তায়বুল হক, সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. আবদুল কাইয়ুম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. জাহির উদ্দিন বক্তব্য প্রদান করেন।
ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়েরের সঞ্চালনায় কলেজের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ফেনী ইউনিভার্সিটির উপর একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঁচশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি