সাইফুদ্দিন রাশেদ >>
বিএনপি-জামায়াতের অনির্দিষ্ট কলের হরতাল-অবরোধে নানা শঙ্কার মাঝেও এসএসসি ও দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ফেনী জেলার ২৯টি কেন্দ্রের প্রায় ২০ হাজার শিক্ষার্থী। নির্ধারিত সময় থেকে পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে সংশয় দেখা দিলেও শেষতক একদিন পেছালো পরীক্ষা। কিন্তু কিছুতেই শঙ্কা কাটছে না শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এবারের এসএসসি, দাখিল, ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় জেলার ২৯ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের কথা রয়েছে। এসব কেন্দ্রে ১৮ হাজার ৯ শ’ ৮জন শিক্ষার্থী নেবে। ওই সূত্র জানায় এসএসসিতে ১৪ টি কেন্দ্রে ১৩ হাজার ৪ শ’ ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। দাখিল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ৪ হাজার ৭শ’ ৯৩ জন শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ৭টি কেন্দ্রে ৬ শ’ ২ জন ও দাখিল ভোকেশনাল ১টি কেন্দ্রে ১৭ জন পরীক্ষা দেবে।
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের জহিদ নামে এক এসএসসি পরীক্ষার্থী জানান, রাজনৈতিক দলগুলোর সহিংসতার বলি আমরা সাধারণ ছাত্ররা কেন হবে। ওই শিক্ষার্থী জানান, আমরা নির্ভিগ্নে পরীক্ষা দিতে চাই। কোমলমতি শিক্ষার্থীদের জীবন নিয়ে রাজনীতি না করতেও অনুরোধ জানায় সে।
এ বিষয়ে ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব ডিএম একরামুল হক নাতুন ফেনী’কে বলেন, সরকার কিংবা রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি দেয়া উচিত।
সম্পাদনা: আরএইচ/এসআর
ফেনীতে শঙ্কার মাঝেও প্রস্তুত ২০ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী
