ফেনীতে এবার এসএসসিতে পাশের হার ৮৮.১৫ শতাংশ। জেলার ১শ’ ৮১টি বিদ্যালয় থেকে ১৪ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৫শ’ ৫৫ জন পাশ করে। শতকরা হিসাবে জেলায় পাশের হার ৮৫.১৫ শতাংশ। এবার জেলায় ৮শ’ ৮২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এবার ফেনী সদরে ৬ হাজার ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৬শ’ ২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ শ’ ৪৪জন। পাশের হার ৫৬.২৯ শতাংশ।
দাগনভূঞায় ২ হাজার ৪শ ৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২ হাজার ১ ‘ ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। পাশের হার ৮৮.০২ শতাংশ।
সোনাগাজীতে ১ হাজার ৫শ ৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ২শ’ ৮০ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন। পাশের হার ৮০.৪৫ শতাংশ।
ছাগলনাইয়ায় ১ হাজার ৫শ ৯৮ জন পরীক্ষায় অংশ অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৩শ’ ৮৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন। পাশের হার ৮৬.৬১ শতাংশ।
ফুলগাজীতে ১ হাজার ৪ শ‘ ৬৪ জন অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ১শ’ ৩৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন। পাশের হার ৭৭.৪৬ শতাংশ।
পরশুরামে ১ হাজার ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯শ’ ৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন। পাশের হার ৮৮.৫০ শতাংশ।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম উল্লাহ বলেন, জেলাওয়ারি ফলাফলে ফেনী কুমিল্লা শিক্ষাবোর্ডের শীর্ষে অবস্থান করছে। জেলার এমন সাফল্যে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি