ভাষা আন্দোলনের ৭০ বছরেও ছাগলনাইয়ায় ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই। এরমধ্যে মাত্র ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও অন্য বিদ্যালয়গুলোতে বিভিন্ন দিবসে অস্হায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামী ফেব্রুয়ারী মাসের পূর্বেই সকল প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের সম্মানে শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৫টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার রয়েছে। বাকী ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় বিপাকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। অস্থায়ী শহীদ মিনার তৈরি করে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের এতো উন্নয়নের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা খুবই দুঃখজনক। আলাপকালে নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান জানান, সরকারীভাবে অনুদান না থাকায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তার বিদ্যালয়ে নির্মাণ করা সম্ভব হয়নি। বিভিন্ন জাতীয় দিবসে অস্হায়ী শহীদ মিনার তৈরি করে দিবস গুলো উদযাপন করা হয়।
মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কফিল উদ্দিন জানান, তার বিদ্যালয়েও কোনো শহীদ মিনার নেই। অস্হায়ী শহীদ মিনার তৈরি করে তারা জাতীয় দিবস গুলো পালন করেন। যেসকল বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি ওসব বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের জন্য তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পৌরসভার দক্ষিন মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয় প্রাঙ্গনে কোনো শহীদ মিনার না থাকায় আমাদের ছেলে মেয়েরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে পারেনা। যা খুবই দুঃখজনক ও লজ্জাকর বিষয়। তাই দ্রুত সময়ের মধ্যে এই বিদ্যালয়ে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের দাবী জানাচ্ছি।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে সব বিদ্যালয়ে শহীদ মিনার নেই তার তালিকা চাওয়া হয়েছে। আমরা তালিকা দিয়েছি, আশা করি শীঘ্রই শহীদ মিনার নির্মান করা হবে।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ







