নতুন ফেনী ডেসক… সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষে নিরাপদে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে ফেনীতে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
ফেনী সরকারী কলেজের সামনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা কোন রাঝনৈতিক দলের অধীনে পড়াশুনা করছি না। আমাদের ভবিষ্যত ধ্বংশ করার কারো কোন অধিকার নাই।আমরা সরকার ও আন্দোলনকারী উভয়ের কাছেই নিরাপদে ক্লাস ও পরীক্ষা দেয়ার গ্যারান্টি চাই। আমরা চাইনা অনিক-হৃদয়ের মত আর কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্টানে আসতে গিয়ে তাদের চোখ হারায়।ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা চায় নিরাপদে ক্লাস ও পরীক্ষা দিতে। আন্দোলনকারীদের উচিৎ শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষার্থীদের আন্দোলনের আওতার বাইরে রাখা। এদিকে একই দাবীতে সোনাগাজির বখতার মুনসি কলেজের অধ্যক্ষ মোমিনুল হক এর উপসতিতে কলেজের সামনে শনিবার বেলা ১১টার দিকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদে ক্লাস ও পরীক্ষা দেয়ার দাবীতে ফেনীতে মানব বন্ধন
