নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মহিলা কাউন্সিলর সেলিনা চৌধুরী সেলি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে জাহান।
এছাড়াও অনুষ্ঠানে ফেনী সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদনা: আরএইচ







