শহর প্রতিনিধি>>
ফেনী আলীয়া কামিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঞা, আফতাব বিবি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব ফার”কী, ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ফেনী আলীয়া মাদ্রাসা কেন্দ্র থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনী আলীয়া মাদ্রাসায় জিপিএ-৫ সংবর্ধনা
