ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সন্দেহের সংসার’। রকিব মাজহারের পরিচালনায় চলচ্চিত্রটিতে সাংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় সেটি তুলে ধরেছেন। অভিনয় করেছেন ওমর খাঁন, সুবর্ণা ও হৃদয়।
চলচ্চিত্রটি ফেনী মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রটি শত শত দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।শহরের ভিন্নস্থানে চলচ্চিত্রটির শ্যুটিং করা হয়েছে।চিত্র গ্রহণে ছিলেন মনছুর আলম।
এ ব্যপারে নির্মাতা রকিব মাজহার বলেন, এর আগে ‘ঘুম ভালোবাসি’ একটি মিউজিক ভিডিও নির্মাণ করে ব্যাপক সাড়া মিলে। দর্শকদের আগ্রহে এবার সামাজিক শিক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি।আশা করছি এটিও দর্শকদের আকৃষ্ট করবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি