জম্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সোনাগাজী, দাগনভূঁঞা (সার্কেল’র) সিনিয়র সহকারি পুলিশ সুপার মাশকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানার আয়োজনে জম্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান, পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপ-পরিদর্শক আরিফুল করিম দোলন সহ থানা ও সার্কেল অফিসের সকল কর্মকর্তাবৃন্দ। এসময় এএসপি মাশকুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জম্মদিনের কেক কাটা হয় এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, এএসপি মাশকুর রহমান ৩৪তম বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন, ইতোপূর্বে তিনি র্যাব-৭ চট্টগ্রামে কমান্ডিং অফিসার হিসাবে বীরত্বপূর্ণ দায়িত্ব পালন করায় বাহিনীর পক্ষ থেকে পদক লাভ করেছেন, এবং সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পিপিএম পদক লাভ করেন।
সম্পাদনাঃ আরএইচ